এটিএম–এর সামনে গিয়ে আপনি হঠাৎ জানতে পারলেন আপনার কাছে এটিএম কার্ডটা নেই। হয় বাড়িতে বা অফিসে ফেলে এসেছেন অথবা হারিয়ে ফেলেছেন আপনার অজান্তেই। অথচ আপনার টাকার দরকার এবং তখনই দরকার। কিন্তু আপনি জানেন এই অবস্থায় এটিএম থেকে অন্তত আপনার পক্ষে কোনও টাকা পাওয়া অসম্ভব। এই অসম্ভব কাজটিই সম্প্রতি সম্ভব হয়েছে শুধু নয়, ইদানীং ডেবিট কার্ড ব্যবহার না করে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিটি জনপ্রিয় হয়েছে যথেষ্ট। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ‘কার্ডলেস ক্যাশ ট্র্যানসাকশন’ যা আপনাকে এমন বিপদের দিনে ডেবিট কার্ড সঙ্গে না থাকার দুঃশ্চিন্তা ও সমস্যা থেকে মুক্তি দেবে।
‘কার্ডলেস ক্যাশ ট্র্যানসাকশন–এর জন্য থাকতে হবে শুধু একটি স্মার্ট ফোন। যে পদ্ধতিতে টাকা লেনদেনের অন্যান্য প্রক্রিয়াগুলি হয়ে থাকে যেমন এনইএফটি বা আরটিজিএস ঠিক একই ভাবে কার্ডবিহীন টাকা তোলার প্রক্রিয়াটিও ঘটবে। পার্থক্য হল এই যে কার্ডবিহীন টাকা তোলার পদ্ধতিটি অনেক নমনীয়। দিনের যে কোনও সময়ই আপনি টাকা তুলতে পারবেন এবং তার জন্য চার্জও লাগবে সামান্যই।
এই পদ্ধতিতে শুধু টাকা তোলা নয় টাকা দেওয়াও যাবে। সেক্ষেত্রে আপনাকে টাকার পরিমাণ জানিয়ে যাকে আপনি টাকাটা দিতে চাইছেন তাঁর ফোন নম্বরের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। যিনি টাকাটা পাচ্ছেন তিনি কোন এটিএম থেকে টাকাটা পাবেন এবং কোন পাসওয়ার্ড ব্যবহার করে তিনি টাকাটা তুলতে পারবেন সেটা জানিয়ে তাঁর কাছে ওই ফোন নম্বরে একটি মেসেজ আসবে। যে ব্যাঙ্কের এটিএম সেই ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে কোনও সমস্যা হবে না। যিনি টাকা পাচ্ছেন তাঁর কোনও চার্জ না লাগলেও যিনি টাকা দিলেন তাঁকে চার্জ দিতে হবে। এই চার্জের পরিমাণ বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন রকম।
উল্লেখ্য সব এটিএম–এ কার্ডলেস ট্র্যানসাকশনের সুবিধে পাওয়া যাবে না। ব্যাঙ্কে গিয়ে আগে থেকে জেনে নেওয়া ভালো কোন কোন এটিএম–এ এই সুবিধে পাওয়া যাবে। আপাতত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই এই পরিষেবা দিচ্ছে।