শ্রীরামজন্মভূমি মন্দির সংক্রান্ত সর্বোচ্চ ন্যায়ালয়ের সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরম পূজনীয় সরসঙ্ঘচালক শ্রী মোহন ভাগবত-এর দুপুর একটার সময় প্রেস বিবৃতি

শ্রীরাম জন্মভূমির প্রসঙ্গে এই দেশের জনসাধারণের অনুভূতি, বিশ্বাস ও শ্রদ্ধাকে ন্যায়বিচার দেওয়া সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাগত জানাচ্ছে। বিগত কয়েক দশক ধরে চলা বিচার বিভাগীয় লড়াই এর শেষে এই আইনী সমাধান সামনে এসেছে । এই দীর্ঘ প্রক্রিয়াতে, শ্রী রামের জন্মস্থান সম্পর্কিত সমস্ত দিক নিবিড়ভাবে বিবেচনা করে দেখা হয়েছিলো । সমস্ত দলই নিজ নিজ দৃষ্টিভঙ্গি দিয়ে আগত যুক্তিগুলি মূল্যায়ন করেছে । আমরা আন্তরিকভাবে সব পক্ষের সমস্ত বিচারক ও সমর্থনকারীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, যারা ধৈর্য সহকারে এই দীর্ঘ প্রক্রিয়া পরিচালনা করে সত্য ও ন্যায়বিচার নিয়ে এসেছেন।
আমরা কৃতজ্ঞতার সাথে সমস্ত সহকর্মী এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করি যারা এই দীর্ঘ প্রচেষ্টাতে বিভিন্ন ভাবে নিজেদের অবদান রেখেছেন।
ভ্রাতৃত্ব বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা নিয়ে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার ও সমাজ পর্যায়ে যে সকল মানুষ প্রচেষ্টা চালিয়েছেন তাদেরও স্বাগত ও অভিনন্দন জানানো হচ্ছে । যে ভারতীয় জনগণ অত্যন্ত সংযমের সাথে বিচারের জন্য অপেক্ষা করছিলেন তারাও সংবর্ধনার দাবিদার।
এই সিদ্ধান্তকে জয় পরাজয়ের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত নয়। সত্য ও ন্যায়বিচারের থেকে পাওয়া ফলাফলটিকে এমন একটি সিদ্ধান্ত হিসাবে দেখা এবং ব্যবহার করা উচিত যা ভারতের সমস্ত সমাজের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারে। সমগ্র দেশবাসীকে আইন এবং সংবিধান মেনে সংযম সহকারে এবং সাত্ত্বিক উপায়ে তাদের আনন্দ উপভোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমরা নিশ্চিত যে এই বিরোধের অবসানের জন্যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সাথে মিল রেখে সরকারের পক্ষ থেকে এই বিরোধের অবসানের উদ্যোগটি ত্বরান্বিত করা হবে।
অতীতের সমস্ত বিষয় ভুলে গিয়ে, আসুন আমরা সবাই মিলে শ্রী রামের জন্মভূমিতে একটি ভব্য মন্দির নির্মানের জন্য আমাদের কর্তব্যগুলি সম্পন্ন করি।
– শ্রী মোহন ভাগবত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.