কেরালা থেকে আগত মহম্মদ ইলিয়াস গ্রেফতার হলো বাঁকুড়া থেকে। সূত্রের খবর ধৃত ব্যক্তি তার সঙ্গী সাথীদের সাথে জঙ্গি কার্যকলাপে লিপ্ত ছিল। যদিও এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে, তবে এখনও বাকিদের খোঁজ চলছে।
গোপনসূত্রে খবর পেয়ে, পুলিশ অভিযান চালায় এবং অবশেষে বুধবার রাতে গ্রেফতার করতে সফল হয়।ইলিয়াসকে দীর্ঘক্ষণ জেরা করার পর অজানা তথ্য বেরিয়ে আসে। প্রকাশ্যে আসে আরও ৩টি নাম। সূত্রের খবর মহম্মদ ইলিয়াস জেহাদের উদ্যেশ্যে বাঁকুড়ায় আসে। খবরে প্রকাশ, সে বিভিন্ন বইয়ের নাধ্যমে ও সামাজিক মাধ্যমে জেহাদ প্রচার করতো। তার সাথে ইসলামিক স্টেটের কোনো যোগাযোগ আছে কিনা অথবা সে নার্কোটিক জেহাদের কুচক্রী কিনা খতিয়ে দেখা হচ্ছে।নাশকতার ছক কষছিল কিনা, তা এখনও জানা যায়নি, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।