সুদর্শন নিউজের তরুণ সাংবাদিক মনীশ সিংকে, গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি বিহারের পূর্ব চম্পারন জেলার, যেখানে পাহাড়পুর থানা এলাকার বাথুয়াহানের বাসিন্দা সাংবাদিক মনীশের মৃতদেহ, যিনি সুদর্শন নিউজে কর্মরত ছিলেন, হরসিদ্ধি থানা এলাকার মথলোহিয়ার গদ্দি তোলা চনওয়ার থেকে উদ্ধার করা হয়েছে। সাংবাদিক মনীশ গত কয়েকদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। সাংবাদিক মনীশ হত্যার খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মামলায় মোহাম্মদ আলম ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মণীশকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। মণীশকে তার দুই সঙ্গীসহ রাত 8.42 পর্যন্ত মথলোহিয়রে দেখা যায়। এর পর মনীষ নিখোঁজ হয়। নিখোঁজের 3 দিন পর মণীশের লাশ পাওয়া যায়। মনীশের বাবা মোহাম্মদ আলমসহ প্রায় এক ডজন মানুষের নাম বলেছেন। মনীশের হত্যার খবর শুনে মানুষ ক্ষুব্ধ, অন্যদিকে হরসিদ্ধি এবং পাহাড়পুর পুলিশ হত্যার রহস্য সমাধানে ব্যস্ত।
তিন দিন ধরে নিখোঁজ সাংবাদিক মণীশ কুমার সিংয়ের লাশ উদ্ধারের কারণে পরিবারের সদস্যসহ গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এবং পরিবারের সদস্যদের অবস্থা খারাপ। বিষয়টি নিশ্চিত করে আরারাজ ডিএসপি সন্তোষ কুমার জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।