সপ্তাহের শুরু হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে। নিঃসন্দেহে একাধিক খবরের মধ্যে দিয়ে শিরোনামে থাকবে এই তারিখে। একদিকে আয়োজিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। অপরদিকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। আবার, উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এইসবের মধ্যেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি মন্তব্যটি করে চলতি সপ্তাহে সোমবারে। তিনি বলেন, “অধিবেশনে বিবাদ হোক, কিন্তু খোলা মনে আলোচনাও হোক। প্রয়োজনে স্বাস্থ্যকর বিতর্কও চলুক। তাতেই গণতন্ত্র আরও মজবুত হবে। দেশবাসীর কাছে ইতিবাচক বার্তা পৌঁছবে। সব সাংসদের কাছে আমার আবেদন, আপনারা অধিবেশনের কাজ এগিয়ে নিয়ে যেতে নিজেদের সুপরামর্শ দিয়ে সাহায্য করুন”।
উল্লেখ, সোমবারে তথা ১৮ই জুলাই তারিখে শুরু হয়ে গেছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের ফল প্রকাশিত হবে ২১শে জুলাই তারিখে। এই তারিখই লিখবে রাষ্ট্রপতি পদের ভাগ্য, এই তারিখেই জানা যাবে যে, রাইসিনার পরবর্তী বাসিন্দা কে হবেন, দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা। এইসবেরই মাঝে বাদল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “” এই অধিবেশনের গুরুত্ব আলাদা। কারণ এখান থেকেই আমরা নতুন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পাব। তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নতুন দিশা দেখাবেন”।
2022-07-19