রবিবার কলকাতায় হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। তার আগে ব্রিগেডে প্রস্তুতি জোরকদমে। আগামীকাল বিজেপির দাবি অনুযায়ী ঐতিহাসিক ব্রিগেড হবে.তাকেই লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার চালাচ্ছে। প্রত্যেককে এই ব্রিগেডে আসার জন্য আমন্ত্রনা জানিয়েছে। । এরইমধ্যে ২রা ও ৩ রা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর রাজ্য সফর করার কথা ছিল. তবে অমিত শাহ নিজেই এই সফর বাতিল করলেন ব্রিগেড কে মাথায় রেখেই। অন্যদিকে বিজেপি কর্মীরা আশাবাদী কাল প্রচুর মানুষের ঢল নামবে এই ব্রিগেডে।
অন্যদিকে বিজেপি কর্মীরা ব্রিগেড সমাবেশকে লক্ষ্য করে শুধু প্রচার করছেন তাই নয়.এই ব্রিগেড কে সফল করতে তৎপর ও তারা । ইতিমধ্যে ব্রিগেডের মঞ্চ প্রস্তুতি চলছে জোরকদমে। নিরাপত্তা নিয়ে একেবারে আঁটোসাঁটো। ব্রিগেড ময়দানে মোট তিনটি মঞ্চ তৈরী হচ্ছে। ব্রিগেডের মূল মঞ্চ তৈরী করা হয়েছে ৪০ ফুট বাই ৭২ ফুট. যেখানে বিজেপির শীর্ষ নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন। মোদির সভাস্থল ঘিরে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকছে । এছাড়া ব্রিগেডের জনসভা প্রত্যেকের চোখে পরে তারজন্য চারিপাশে এলইডি স্ক্রিন থাকবে। গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী যে ব্রিগেডে জনসভা করেছিলেন তাতে এবারে ও এই সভায় আগের থেকে ছাপিয়ে যায় সেই লক্ষ্যেই এখন বিজেপি। ব্রিগেডে মাঠের চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরাও থাকবে। যদি ও শোনা যাচ্ছে ,আগামীকাল এই সভায় বেশকিছু চমক থাকতে পারে। আবার ও কেউ কেউ দলে যোগদান দেওয়ার প্রবল সম্ভাবনা। তাই আগামীকালের এই সভাকে পাখির চোখ করে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে এখন বিজেপি।