করোনাভাইরাস দাপট রুখতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ২২ মার্চ দেশজুড়ে ‘জনতা কারফিউ’ কর্মসূচির ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিলো দেশের ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation of All India Traders) জানিয়েছেন আগামী রবিবার তাঁরা প্রধানমন্ত্রীর কথা মতো ‘জনতা কারফিউ’ কর্মসূচি পালন করবেন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণ রুখতে ১৩০ কোটি ভারতবাসীকে এই কর্মসূচিতে শামিল হতে অনুরোধ করেন।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশজুড়ে তাদের সংগঠনের সাত কোটি ব্যবসায়ীর সঙ্গে তাদের অধীনস্থ ৪০ কোটি কর্মচারী এই ‘জনতা কারফিউ’ (Janata Carfew) কর্মসূচিতে শামিল হবেন। কেবলমাত্র রাজধানী দিল্লিতেই ১৫ লক্ষ এই ব্যবসায়ীক সংগঠনের সদস্য রয়েছে। তাদের অধীনে রয়েছে আরও ৩৫ লক্ষ কর্মচারী। ‘জনতা কারফিউ’ কর্মসূচিতে রাজধানী দিল্লির বড় ভূমিকা থাকবে বলে জানিয়ে দিয়েছে ব্যবসায়ীক সংগঠনটি।