লকডাউনের (Lockdown) বিধিনিষেধের মধ্য বা লকডাউন উঠলে ঠিক কী কী করা যাবে না আর একটা তালিকা বের করবে মোদী সরকার (modi government)। পরিষ্কার নির্দেশিকাসহ এই তালিকা বের না করলে মানুষের মনে ধন্ধ থেকে যাচ্ছে বিস্তর, ব্যবসা মার খাচ্ছে। শুধু তাই নয় স্থানীয় প্রশাসনের খবরদারি বাড়ছে সর্বত্র। সরকারি আধিকারিকের বক্তব্য কয়েকটা বিধিনিষেধ বলবৎ রেখে বাকি সব কিছুতে ছাড় দেওয়া হবে। তার ফলে কোনওকিছুই আর বুঝতে অসুবিধা হবে না কারো। এরই একটা সম্ভাব্য গাইডলাইন দেওয়া হয়েছে সরকারের তরফে।
যেমন বাসে সোস্যাল ডিসট্যান্সিং মানতে হবে। প্লেনে মাঝের সিট খালি রাখতে হবে। বাজার বা কর্মক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অফিসে একসঙ্গে জমায়েত করা চলবে না। একজায়গায় ২০ জনের বেশি বসতে পারবে না। কারখানা এবং অন্যান্য জায়গায় দুটো শিফটের মধ্যে ৪০ মিনিটের গ্যাপ রাখতে হবে। যাতে পুরো জায়গা স্যানিটাইজ করা যায়। সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হবে কিছুদিনের জন্য। এগুলি মেনেও খোলা রাখা হবে অনেককিছু।কারণ সাপ্লাইচেনের সামগ্রিক কার্যকারিতা ছাড়া পুরো ব্যবস্থাই ধসে পড়বে। কাজেই তাকে চালু করার জন্য এই নেগেটিভ লিস্ট দরকার মনে করছেন সবাই।