প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর আরও সুরক্ষিত করতে আনা হচ্ছে বিশেষ বিমান। তাতে থাকবে ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থা। ২০২০ সালের জুন মাসেই প্রধানমন্ত্রীর বাহন তালিকায় যুক্ত হতে চলেছে এই বিশেষ বিমান। বোইং৭৭৭টি তৈরি হয়েছে ডালাসে। সেখান থেকেই অত্যাধুনিক ব্যবস্থা। বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার উন্ডিয়া ওয়ান।
শুধু প্রধানমন্ত্রী নন এই বিমানের সুবিধা পাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও।
মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানের মতই এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটি তৈরি করা হয়েছে। সাউথ ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদীর এই বিশেষ বিমান, ভারত থেকে আমেরিকা পর্যন্ত একটানা উড়তে সক্ষম। যাত্রাপথের মাঝে কোনও জ্বালানি ভরতে হবে না বিমানটিতে। এখন যে বিমানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সফর করেন েসগুলি প্রায় ২৬ বছরের পুরনো বিমান। সেকারণেই সেগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাউথ ব্লকের এক আধিকারিক জানিয়েছেন, মোদীর এই অত্যাধুনিক বিমানে সবরকম অত্যাধুনিক ব্যবস্থা থাকছে। যোগাযোগের অত্যাধুনিক ব্যবস্থা। প্রশস্ত দফতর, মিিটং করার হল। সবই থাকবে বিমানের মধ্যে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানে যে নিরাপত্তা ব্যবস্থা থাকে মোদীর এই বিমানেও ঠিক সেরকমই ব্যবস্থা থাকবে। শত্রুপক্ষের র্যাডার জ্যাম করার ক্ষমতা থাকবে বিমানের। থাকবে ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থা। পাইলট আগেই জানতে পারবেন ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে। পুরো বিমানটির পিছনে খরচ করা হয়েেছ ১৯০ িমলিয়ন মার্কিন ডলার।