রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা ১৭ মে। সম্ভবত তার পরবর্তী পরিকল্পনা নিয়েই ওই ভাষণ দেবেন মোদী।
দেশের করোনা পরিস্থিতিতে একাধিকবার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকবারই কোনও না কোনও সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীদের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ মে তারিখের মধ্যে সেই পরিকল্পনা জানাতে বলা হয়েছে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের।
মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ”আমি আপনাদের কাছে অনুরোধ করছি ১৫ মে’র মধ্যে আমার সঙ্গে স্ট্র্যাটেজি শেয়ার করুন। প্রত্যেকে নিজেদের রাজ্যে কিভাবে লোকজনের সঙ্গে ডিল করতে চান তা জানান।
লকডাউনের নিয়ম আস্তে আস্তে শিথিল করার পর কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন সেই ব্লুপ্রিন্ট রাজ্যগুলিই জানাক।”
এনডিটিভি সূত্রে খবর, ১৭ মে’র পর রেড জোন গুলিতে জারি থাকতে পারে লকডাউন (Lockdown)। তবে যেসব জায়গায় সংক্রমণ ছড়ায়নি সেই জায়গাগুলিতে নিয়ম শিথিল করা হতে পারে। রেড জোনগুলিতে সম্ভবত বন্ধ থাকবে পাবলিক ট্রান্সপোর্ট। পাশাপাশি সন্ধ্যে সাতটার পর না বেরোনোর নিয়ম জারি থাকবে।