মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবী। মৃত্যুর খবর পাওয়ার পরই শোক প্রকাশ করে পরপর দুটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়মা বীণাপাণি দেবীর প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী লেখেন, “বড়মা আমাদের সময় একজন আদর্শ ছিলেন। প্রচুর মানুষের কাছে তিনি আদর্শ ও শক্তির উৎস। বাড়মার এই মহান আদর্শ বহু প্রজন্মকে প্রভাবিত করবে এর পরেও। সমাজের প্রতি তার যে অবদান তা কখনো বিস্মৃত হওয়া সম্ভব নয়।
গত ফেব্রুয়ারি মাসে ঠাকুরনগরে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার আগে তিনি বড়মার বাড়িতে গিয়ে তার পা ছুঁয়ে প্রনাম করেন। সাক্ষাৎ করেন তার সঙ্গে। সেই দিনের সাক্ষাতের একটি ছবি টুইটারে প্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “গত মাসেই ঠাকুরনগরে গিয়ে বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে দেখা করে আশীর্বাদ নিতে গিয়েছিলাম। তার সঙ্গে সাক্ষাতের এই মুহূর্ত কখনোই ভুলবো না। মতুয়া সম্প্রদায়ের এই দুঃখের সময় তাদের প্রতি আমার সমবেদনা রইল।”