“Modi Strain” : কিভাবে কংগ্রেসের টুলকিট প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার প্রচেষ্টা করেছিল

“Modi Strain” : কিভাবে কংগ্রেসের টুলকিট প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার প্রচেষ্টা করেছিল।

১৮ই মে কংগ্রেসের একটি টুলকিট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, এই টুলকিট প্যান্ডোরার বাক্সের মত খুলে ফেলে ভারতের, কেন্দ্রীয় সরকারের এবং মোদির ভাবমূর্তিকে কলঙ্কিত করার নোংরা প্রচেষ্টার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও কংগ্রেস এই টুলকিট নকল বলে দাবি করেছে এবং এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

এই টুলকিটে একটি বিভাগ রয়েছে যেখানে বিশেষভাবে বলা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি কলঙ্কিত করার কথা। এখানে একটি বিভাগে বলা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপ্রুভাল রেটিং অনেক বেশি যা কংগ্রেসও অনুমান করেনি, “সঙ্কট এবং অব্যবস্থাপনা” নির্বিশেষে। তারা কংগ্রেসের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আহ্বান জানান এই সুযোগের সদ্ব্যবহার করে মোদির ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে ক্ষয় করার।

“সব উপায় ব্যবহার করুন মোদির ভাবমূর্তিকে কলঙ্কিত করতে”
পাঁচটি উপবিভাগে ভাগ করে তারা জানিয়েছেন যে কিভাবে বিভিন্ন উপায় দিয়ে তারা মোদির ভাবমূর্তি নষ্ট করতে পারবে। প্রথম পয়েন্টে নির্দেশ দেওয়া আছে যে তারা কিছু বিজেপি এবং মোদি সাপোর্টারের মত দেখতে হয় এমন অ্যাকাউন্ট খুলে তারপর সেই অ্যাকাউন্টগুলো থেকে সরকার বিরোধী এজেন্ডাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া।

দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করা আছে, দেশে থাকা বিদেশী সাংবাদিক এবং ভারতের সাংবাদিক যারা বিদেশের পত্রিকার জন্য লেখেন তাদের একসাথে এনে কিভাবে “মোদির অব্যবস্থাপনার” উপর লিখতে জোর দেওয়া যায়।
টুলকিট প্রস্তুতকারকরা সবাইকে আহ্বান করেন শেষকৃত্য এবং মৃতদেহের “নাটকীয় ছবি” ব্যবহার করার। সবাই লক্ষ্য করছেন কিভাবে সেই ধরণের মৃতদেহের ছবি উঠে আসছে যা সবার মধ্যে মর্মপীড়া সৃষ্টি করছে। তাদেরকে সেই সব সাংবাদিকের কাছে নিকটস্থ হতে বলেছেন যারা ব্যাপকভাবে দেখাচ্ছে এবং স্থানিয় স্তরে “আসল ছবি” বিবর্ধিত করতে।
টুলকিটে সবাইকে “বন্ধুসুলভ বুদ্ধিজীবী এবং মতামত সৃষ্টিকর্তাদের” সঙ্গে যোগাযোগ করে মোদি বিরোধী ন্যারেটিভ তৈরি করতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের #ModiStrain হ্যাশট্যাগ ব্যবহার করতে বলা হয়েছে।
যেটা সবথেকে বেশি অবাক করার মত যে এরা ভারত বা মোদির ভাবমূর্তিকে নষ্ট করতে কোভিড-১৯ এর এক মিউট্যান্ট ভ্যারিয়েন্টকে ইন্ডিয়ান স্ট্রেইন বা মোদি স্ট্রেইন বলে চলেছেন।

এই ফ্রেজগুলো ২০২০ এর ডিসেম্বর (অর্থাৎ যখন ভারতে প্রথমবার একটি কোভিড-১৯ এর একটি নুতন প্রকার দেখা যায়) থেকে দেখা গেলেও এটির ব্যবহার ২০২১ এর ২০ এপ্রিলের পর বেশি হয়, যেটা বেশি লক্ষ্যণীয় হয় মে মাসে।

ModiStrain হ্যাশট্যাগটি এপ্রিল থেকেই ব্যবহৃত হতে শুরু করে। একটি বড় সংখ্যক কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যার এই হ্যাশট্যাগটি ব্যবহার করেছেন তারা কংগ্রেসের সমর্থক।

“ModiStrain” এবং “Indian Strain” বেশি লক্ষ্যনীয়ভাবে ব্যবহৃত হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। এপ্রিলের দ্বিতীয়ভাগে টুইটারে তাৎপর্যপূর্ণভাবে এগুলির ব্যবহার বাড়ে এবং টুইটের ঝড় বয়ে যায় এই হ্যাশট্যাগ উল্লেখ করে।
NDTV এর মত ভারতীয় সংবাদমাধ্যমকে এই হ্যাশট্যাগ ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত থাকতে দেখা যায়।

এটা দেখতে পাওয়া মজাদার যে কিভাবে তারা নাছোড়বান্দা হয়ে Indian Strain এবং Modi Strain এই শব্দবন্ধ কে ব্যবহার করছে যেখানে তারা চীনা ভাইরাস বা উহান ভাইরাস বলার বিপক্ষে ছিল।

ঋতমবাংলার পক্ষে এক টুলকিটের সততা যাচাই করা সম্ভব না।

The “tool kit” by break India forces gets exposed :

String Reveals covers the content of “Tool kit” by Break India forces.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.