প্রতিরক্ষা, সারের জোগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কীভাবে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যায়? তা নিয়ে সোমবার ফোনালাপ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে দুই রাষ্ট্রনেতার আলোচনায় রাশিয়ার একেবারে পূর্বদিকের এলাকার উন্নয়নে ভারতের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে।
চলতি মাসেই দ্বিপাক্ষিক সম্মেলনে ভারতে এসেছিলেন পুতিন। সেই সময় বাণিজ্য, বিনিয়োগ এবং আফগানিস্তানের মতো দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করেছিলেন। দু’পক্ষের মধ্যে প্রায় ৩০ টি চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই তালিকায় ছিল ২০২১ সাল থেকে ২০৩১ সালের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি কর্মসূচিও। তাছাড়াও দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছিল। সংশ্লিষ্ট মহলের মতে, পুতিনের সেই সফরের সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার যে প্রতিজ্ঞা করা হয়েছিল এবং পদক্ষেপ করা হয়েছিল, তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সোমবার কথা হয়েছে মোদী এবং পুতিনের।ট্রেন্ডিং স্টোরিজ
পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বললাম। সম্প্রতি ভারত সফরের সময় তাঁর সঙ্গে যে কথা বলেছিলাম, তা নিয়েই কথা হয়েছে। সারের জোগানের মতো ক্ষেত্রে ভারত এবং রাশিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা কথা বলেছি। সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও আমাদের আলোচনা হয়েছে।’ পরে ভারত সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন মোদী এবং পুতিন।