বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। বুধবার প্রশাসনের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। তামিলনাডুর ঐতিহাসিক শহর মহাবলিপুরম মিলিত হবেন দুই রাষ্ট্রনেতা। পূর্ব নির্ধারিত কোনও এজেন্ডা ছাড়াই ১১ এবং ১২ অক্টোবর বৈঠক করবেন মোদী ও জিংপিং।
পূর্ব নির্ধারিত কোনও এজেন্ডা ছাড়াই এমন ভাবে বৈঠকে বসা আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনব উদ্যোগ। আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে দুই নেতা খোলা মনে আলোচনা করবেন। ডোকালামের সংঘাতের পর গত বছর চিনের বুহান শহরে শি জিংপিং-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। মহাবলিপুরমের বৈঠকে দুই তরফের কোনও আধিকারিক থাকবেন না। দোভাষীর উপস্থিতিতে দুই রাষ্ট্রনেতা বৈঠক করবেন। এমনকি সীমান্তে শান্তি নিয়ে বৈঠক হয়। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর / সঞ্জয়