পরিবার পরিকল্পনাও এক ধরনের দেশপ্রেম, রুখতে হবে জনসংখ্যার বিস্ফোরণ: মোদী

জনসংখ্যার বিস্ফোরণ রুখতে পরিবার পরিকল্পনায় জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনার ব্যাপারে জনমানসে সচেতনতা গড়ে তুলতে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলিকেও ভূমিকা নিতে হবে। তাঁর কথায়, “পরিবার পরিকল্পনাও এক ধরনের দেশপ্রেম।”

এ দিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য জনসংখ্যার এই বিস্ফোরণ রুখতেই হবে।” জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, “এটা নিয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে, এই বিপুল জনসংখ্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেকগুলি সমস্যার মুখে ফেলে দিচ্ছে। ভাবতে হবে, আমরা কি পরবর্তী প্রজন্মের প্রতি সঠিক বিচার করছি?”

পর্যবেক্ষকদের মতে, সমস্যার মূলে আঘাত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁদের মতে, পৃথিবীর কোনও উন্নয়নশীল দেশে জনসংখ্যার এই চাপ নেই। ব্যতিক্রম চিন। আবার চিনেও দেখা গিয়েছে শহরের মানুষের জীবন যাপনের মান উন্নত হলেও, গ্রামীণ জনতা অর্থনৈতিক ভাবে শোষণের মধ্যেই রয়েছে।

জনসংখ্যার বিপুল চাপের কারণেই সরকার সব মানুষকে সামাজিক সুরক্ষা দিতে.পারছে না। পশ্চিমী দুনিয়ার দেশগুলিতে মানুষের স্বাস্থ্য, শিক্ষার মতো ক্ষেত্রগুলির দায়িত্ব সরকারের। কিন্তু ১৩০ কোটির দেশে তা সম্ভব নয়। তাই সব মানুষকে যাতে সামাজিক সুরক্ষার আওতাভুক্ত করা যায়, সে ব্যাপারেই সুদূরপ্রসারী পরিকল্পনার কথা বললেন প্রধানমন্ত্রী।

এর আগেও ‘হাম দো, হামারে দো’ স্লোগান দিয়ে পরিবার পরিকল্পনা বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিল দিল্লি। কিন্তু সেই বিজ্ঞাপনী স্লোগান চেতনায় আঘাত করতে পারেনি। ফলে গোটা পরিকল্পনাই ধাক্কা খেয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে জনসংখ্যা। এ বার সেটাকেই নিয়ন্ত্রণ করতে সামগ্রিক উদ্যোগের কথা বললেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.