‘রাহুল গাঁধী যদি দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে অপমান করতে পারেন তাহলে আমিও মনে করিয়ে দিতে পারি, আপনার আত্মীয় পূর্ব প্রধানমন্ত্রীর নামেও দুর্নীতির একাধিক আরোপ ছিল।’ সাফ জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি। বুধবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন নরেন্দ্র মোদি। সেখানে এক প্রশ্নের উত্তরে মোদি বলেন, ‘রাহুল গাঁধী একটি সাক্ষাৎকারে বলেছেন নরেন্দ্র মোদির আসল রূপ মানুষের সামনে বের করে দেব। মোদির ছবিকে বিবস্ত্র করব ইত্যাদি।’ মোদি বলেন, ‘কংগ্রেসর এখন এটাই নীতি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীকে যে কোনওভাবে অপদস্থ করতে চায় ওরা। মোদি বলেন, ‘তাহলে আমারও মনে করিয়ে দেওয়া দায়িত্ব যে আপনার পরিজন প্রয়াত পূর্ব প্রধানমন্ত্রীর সঙ্গে বোফর্স কেলেঙ্কারি জড়িত ছিল।’ এদিন মোদি আরও বলেন, ‘কংগ্রেস জমানায় শিখ নিধন হয়েছে, শ্রীলঙ্কায় ভারতীয় সেনা বিপর্যস্ত হয়েছে এমন বহু ঘটনা ঘটেছে।’ এরপরই মোদি বলেন, ‘রাহুল গাঁধী যেভাবে বর্তমান প্রধানমন্ত্রীকে আক্রমণ করা শুরু করেছেন, তাতে এই কথাগুলো এখন মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়েছে।
বুধবার মোদি আরও বলেন, ‘প্রয়াত কোনও মানুষকে নিয়ে কটাক্ষ ঠিক না সে আমিও জানি। কিন্তু দিনের পর দিন সাভারকরকে নিয়ে, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে খারাপ মন্তব্য করে চলেছে বিরোধীরা।’ প্রধানমন্ত্রীর মতে, তিনি বেশি কিছু করেননি, কেবল কংগ্রেসের ওইসব মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।