নাগরিকত্ব আইন কী ও কেন, সহজ করে বুঝিয়ে দিচ্ছেন সদগুরু যাজ্ঞি বাসুদেব। আপনারা অবশ্যই শুনবেন।
এই বলে সোমবার সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিক গুরু সদগুরুর ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, “সদগুরু বুঝিয়ে দিচ্ছেন, কোন ঐতিহাসিক পরিস্থিতিতে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। তিনি আমাদের ভ্রাতৃত্বের সংস্কৃতির কথা তুলে ধরেছেন চমৎকারভাবে। কায়েমি স্বার্থ কীভাবে ভুল বোঝাচ্ছে, তাও তিনি বলেছেন।”
ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে মোদী লিখেছেন, “অত্যাচারের ভয়ে যাঁরা পালিয়ে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া আমাদের উদ্দেশ্য নয়।” ‘ইন্ডিয়া সাপোর্টস সিএএ’ নামে হ্যাশট্যাগে ওই লেখা পোস্ট করা হয়েছে।
তাতে বলা হয়েছে, নমো অ্যাপে নাগরিকত্ব আইনের পক্ষে যে লেখা, ছবি ও গ্রাফিক্স রয়েছে, তা অন্যের সঙ্গে শেয়ার করুন।