২০১৫ সালে গণধর্ষণের শিকার হয়েছিলেন পাক অধিকৃত কাশ্মীরের এক তরুণী। ৭ বছর কেটে গেলেও বিচার মেলেনি। উল্টে তাঁকে এবং তাঁর সন্তানদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর শরণাপন্ন হলেন নির্যাতিতা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ওই নির্যাতিতা। সেখানে তিনি বলছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর কাছে আরজি, আমাদের ভারতে আসার অনুমতি দিন। যে কোনও সময় খুন হয়ে যেতে পারি আমি ও আমার সন্তানরা’।
তিনি বলেন, গত ৭ বছর ধরে তিনি বিচার চাইছেন। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রশাসন যেমন তাঁকে সুবিচার দিতে পারেনি, তেমনি, তাঁকে নিরাপত্তা দিতেও তারা ব্যর্থ। স্থানীয় পুলিশ ও একজন সিনিয়র রাজনীতিবিদ চৌধুরী তারিখ ফারুকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেছেন, ‘এঁরা যে কোনও সময় আমাকে ও আমার সন্তানদের খুন করতে পারে। আমি মোদীকে অনুরোধ করছি আমাদের আশ্রয় ও সুরক্ষা দিতে’।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা অনেকটা একই অনুরোধ করেছিলেন মোদীর কাছে। তাঁর আর্জি, ভারত সরকার যেন তাঁদের উদ্ধার করে। পাক অধিকৃত কাশ্মীরের সমস্ত সম্পত্তি ভারত এবং মূলত শিখদের। ‘আপনি আসুন আর আমাদের উদ্ধার করুন’। ভিডিওতে তিনি এও বলেছেন, পাক সেনা তাঁর বাড়ি সিল করে তাঁদের উৎখাত করে দিয়েছে। তিনি সন্তান, পরিবারকে নিয়ে বাধ্য হয়ে এখন রাস্তায় দিন কাটাচ্ছেন।