বিজেপি ক্ষমতায় এসে টুকড়ে-টুকড়ে গ্যাং এর টুকড়ো-টুকড়ো করে দেবেঃ নরেন্দ্র মোদী

আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হল। দেশের ৯১ টি আসনে আজ প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। একদিকে যেমন দেশের জনতা ভোট দিতে ব্যাস্ত, তেমন আরেকদিকে দেশের রাজনৈতিক দলগুলো আগামী দফার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হল। দেশের ৯১ টি আসনে আজ প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। একদিকে যেমন দেশের জনতা ভোট দিতে ব্যাস্ত, তেমন আরেকদিকে দেশের রাজনৈতিক দলগুলো আগামী দফার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আজ বিহারের ভাগলপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সমেত সমস্ত বিরোধী দল গুলোকে একহাতে নেন। উনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ এবার দ্বিতীয়বারের মত বিজেপি নির্বাচনে জিতে আসার পরেই টুকড়ে-টুকড়ে গ্যাং এর টুকড়ো-টুকড়ো হয়ে যাবে”।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আপনারা এই প্রধান সেবককে বিগত পাঁচ বছর সেবা করার সুযোগ দিয়েছিলেন, আর সেই জন্যই অসম্ভব কে সম্ভব করা গেছে।”

উনি বলেন, ‘বিরোধীরা আতঙ্কে ভুগছে আর ভাবছে, এবারও মোদী আবার ক্ষমতায় আসবে আর তাঁদের দুর্নীতির দোকান বন্ধ করে দেবে। পরিবারতন্ত্রের রাজনীতি আর চলবে না। সুরক্ষা চুক্তি গুলোতে ওঁরা আর দালালি করতে পারবেনা।”

উনি আরও বলেন, ‘গরীবদের নাম নিয়ে আর ঠকানো যাবেনা কাউকে। টুকড়ে-টুকড়ে গ্যাং এর টুকড়ো-টুকড়ো হয়ে যাবে।” জনসভায় তিনি গরীবদের জন্য পাকা বাড়ি, গ্যাস কানেকশন আর আয়ুষ্মান ভারতের প্রকল্পের উপকারিতা মনে করিয়ে দেন।

বিরোধীদের আক্রমণ করে উনি বলেন, ‘আপনারা ৭০ বছর পর্যন্ত লাল বাতির ক্ষমতা দেখেছেন, কিন্তু গরীবদের ঘরে আলো জ্বালানোর চিন্তা কেউ করেনি এর আগে। আপনাদের এই প্রধান সেবক প্রতিটি গ্রামে বিদ্যুৎ আর পাকা রাস্তা বানিয়ে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.