গত কয়েক সপ্তাহে কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস ছাড়াও আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করা হয়েছে। এ বার থেকে কেউ তিন তালাক দিলে তার বিরুদ্ধে অভিযোগ করা হলে ব্যবস্থা নেবে পুলিশ। এই সিদ্ধান্ত যে ভারতের মুসলিম বোনেদের সুরক্ষার জন্য নেওয়া, তা এ দিন লালকেল্লার মঞ্চ থেকে আরেকবার জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গের পরেই তিন তালাকের প্রসঙ্গে আসেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কেন্দ্র এই তিন তালাক বেআইনি ঘোষণা করে আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র আমাদের মুসলিম বোনেদের কথা মাথায় রেখেই নেওয়া। মোদী বলেন, “আগে তো সতী প্রথা ছিল, বাল্যবিবাহ ছিল। যদি সেগুলো বাতিল করা সম্ভব হয়, তাহলে তিন তালাক কেন হবে না। এটাও আমাদের মুসলিম বোনেদের উপর অত্যাচার করার একটা নিয়ম। তাই এই নিয়ম বাতিল করা হয়েছে। মুসলিম বোনেরা এখন অনেক বেশি সুরক্ষিত। তাঁদের অধিকার রক্ষায় আমরা তৎপর।”
রাখির আগেই বারাণসীর কিছু মুসলিম মহিলা রাখি বানিয়ে পাঠিয়েছে মোদীকে। প্রতি বছরই তাঁরা মোদীকে এই রাখি পাঠান। কিন্তু এ বার তিন তালাক বেআইনি ঘোষণা করায় সেই আনন্দ যেন কয়েক গুণ বেশি।
তিন তালাক প্রথা বেআইনি ঘোষণা করার জন্য বেশ কিছু মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এতে প্রবল আপত্তি জানিয়েছিল বেশ কিছু মুসলিম সংগঠন। তাঁদের বক্তব্য ছিল, ধর্মের মধ্যে যেন কোনও আইন, নিয়ম না ঢোকে। কিন্তু তারপরেও এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তারপরেই কেন্দ্র বিল পাস করে তিন তালাককে বেআইনি ঘোষণা করে দেয়।