পাকিস্তানের সুরে কথা বলছেন বিরোধীরা। আর তাতে সেনা বাহিনীর মনোবল ভাঙছে। এভাবেই বিহারের জনসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের প্রচারে গিয়ে নিতিশ ও রাম বলাসকে পাশে রেখেই ভারতীয় বায়ুসেনার এই হামলা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সুর তোলেন প্রধানমন্ত্রী।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। বেশ কিছু সূত্রের দাবি ওই হামলায় ধ্বংস হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছে ৩০০ জনের।
কিন্তু এই হামলায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা নিয়ে সরকারের কাছে প্রমাণ চেয়েছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ মোদী সরকার এই ইস্যুর উপর বল করে জাতীয়তাবাদের হাওয়া তুলে ভোট বৈতরণী বেরোনোর চেষ্টা করছে। কিন্তু সেই জাতীয়তাবাদের অস্ত্রেই প্রধানমন্ত্রী আঘাত করেছেন বিরোধীদের। তিনি বলেন “ওরা সার্জিক্যাল স্ট্রাইক এর প্রমাণ চেয়েছিল এবং এখন এয়ার স্ট্রাইকেরর হামলার প্রমাণ চাইছে। আমি জানতে চাই কংগ্রেস ও তার সহযোগী দলগুলির কাছে কেন তারা সেনার মনোবল ভাঙছে? কেন বিরোধীরা এমন বিবৃতি দিচ্ছে যাতে ভারতের শত্রু হাত শক্ত হচ্ছে”।
তিনি বলেন, পাকিস্তানের মাটিতে সন্ত্রাস দূর করতে যখন সবার একজোট হওয়া দরকার তখনই ২১ টি দল আমাদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে একজোট হয়েছে। বিরোধীদের এই বক্তব্য পাকিস্তানের উচ্চ প্রশংসিত। মোদী বলেন,” ওরা চাইছে মোদীকে শেষ করতে, আর আমি চাইছি সন্ত্রাসবাদ ধ্বংস করতে”।