কৃষির পাশাপাশি শিক্ষায় বিনিয়োগ বাড়াতে চলেছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt)। শনিবার সংসদে বাজেট পেশ করার সময় এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। তিনি জানিয়েছেন, শিক্ষা ক্ষেত্রে সরকার ৯৯ হাজার ৩০০ টাকা বরাদ্দ করেছে। এছাড়া বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ করছে।
এদিন বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ভারত কর্মোপযোগী দেশ হবে। সেই ভাবনা থেকেই কেন্দ্রীয় সরকার শিক্ষা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের দরজা খুলছে। পাশাপাশি ইঞ্জিনিয়ারদের জন্য পাশ করার পর প্রশিক্ষণ ওপরে এক বছরের ইন্টার্নশিপের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।