শ্রীনগর: গৃহহারা কাশ্মীরি পন্ডিতদের বসবাসের ব্যবস্থা করতে উদ্যোগ নিল কেন্দ্রের মোদি সরকার। বিতাড়িত কাশ্মীরি পন্ডিতদের জন্য ২৭৪৪টি ফ্ল্যাট তৈরি করছে কেন্দ্র। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরাতে বিশেষ প্যাকেজ (Prime Minister’s Development Package) ঘোষণা করেন। তাঁদের পুনর্বাসনের জন্য বিশেষ ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন। বরাদ্দ করেন ৯২০ কোটি টাকা। তারপর থেকেই আশার আলো দেখছেন বিতাড়িত কাশ্মীরি পন্ডিতরা।
এবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষদ প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজের আওতায় উপত্যকায় বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের জন্য ২৭৪৪টি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন দিল। পাঁচটি জেলার ৭টি স্থানের জমি হস্তান্তর করা হয়েছে। ২৭৪৪টি ফ্ল্যাট নির্মাণের জন্য খরচ ধরা হয়েছে ৩৫৬ কোটি টাকা।
১৮ মাসের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করা হবে। এই নির্মাণ কাজে ৪১৩ জন দক্ষ এবং অদক্ষ কাশ্মীরি পন্ডিতকেই কাজে লাগানো হবে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম, মধ্য কাশ্মীরের বদগাম, শোপিয়ান, বান্দীপোরা, কুপওয়ারা বারামূলা জেলায় এই ফ্ল্যাটগুলি নির্মাণ করা হবে।
উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পরে উপত্যকায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ করেছে কেন্দ্রের মোদী সরকার। গৃহহারা কাশ্মীরি পন্ডিতদের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। তাঁদেরকে কাজের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। সব মিলিয়ে মোদী জমানায় আশার আলো দেখছে কাশ্মীরি পন্ডিতরা।
১৮ মাসের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করা হবে। এই নির্মাণ কাজে ৪১৩ জন দক্ষ এবং অদক্ষ কাশ্মীরি পন্ডিতকেই কাজে লাগানো হবে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম, মধ্য কাশ্মীরের বদগাম, শোপিয়ান, বান্দীপোরা, কুপওয়ারা বারামূলা জেলায় এই ফ্ল্যাটগুলি নির্মাণ করা হবে।
উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পরে উপত্যকায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ করেছে কেন্দ্রের মোদী সরকার। গৃহহারা কাশ্মীরি পন্ডিতদের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। তাঁদেরকে কাজের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। সব মিলিয়ে মোদী জমানায় আশার আলো দেখছে কাশ্মীরি পন্ডিতরা।