১০০ দিন নয় ১০০০ দিন। একেবারে ২০২২ সালের প্রথমার্ধ অবধি কী করবেন স্থির করে তবেই নতুন সরকার চালানো শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে পালন করবেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন, তিন মাস নয়, তিন বছরের জন্য প্ল্যান করুন। নতুন সরকার তৈরি হওয়ার জন্য অপেক্ষা করার দরকার নেই। যত দ্রুত সম্ভব কাজ শুরু করুন। নতুন মন্ত্রিসভা তৈরি হলে বিভিন্ন মন্ত্রকের কাজ হবে সেই পরিকল্পনা রূপায়ন করা।
বিজেপি সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে নারীদের ক্ষমতায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। কৃষি, মহাকাশ গবেষণা এবং আরও কয়েকটি বিষয়ে জোর দেওয়া হবে। অন্ত্যোদয়ের অধীনে নানা সমাজকল্যাণমূলক প্রকল্প নেওয়া হবে। বিজেপির দাবি, এর আগের এনডি সরকারের আমলে দেশে ২২ কোটি মানুষ লাভবান হয়েছেন। তার ফলে অনেক ভোট বেড়েছে বিজেপির।
একটি সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার ডবল করার চেষ্টা হবে। ৪০ হাজার মেগাওয়াটের রুফটপ সোলার প্রজেক্ট গড়ে তোলা হবে। সকলের জন্য আবাস প্রকল্প কার্যকরী হবে। প্রথম মহাকাশে মানুষ পাঠাবে ভারত। যে শ্রমিকরা কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, তাঁদের নিরাপত্তার জন্যও সরকার উদ্যোগ নেবে। ২০২২ সালের মধ্যে ১০ কোটি শ্রমিক এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স স্কিমের অধীনে আসবেন।
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে মোদী কর্মীদের উদ্দেশে বলেন, আগামী পাঁচ বছরে প্রত্যেক দেশবাসীকে শপথ নিতে হবে যাতে ভারতকে শক্তিশালী দেশে পরিণত করা যায়। স্বাধীনতা সংগ্রামের সময় মানুষের মধ্যে যেরকম উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল, ফের সেরকম চাই। ২০২২ সালের মধ্যে আমরা দেশকে শক্তিশালী হিসাবে গড়ে তুলব। ওই বছরে আমরা পালন করব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
শুক্রবার সকালে বিজেপির সভাপতি অমিত শাহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের বলেন, যথাসাধ্য চেষ্টা করে মিশন ২০২২-কে সফল করে তুলতেই হবে। নতুন সরকার সময় নষ্ট করতে চায় না। একেবারে প্রথম দিন থেকেই শুরু হবে কাজ।