কোহিনূর নিয়ে টানাপোড়েন দীর্ঘদিনের। অন্ধ্রপ্রদেশের খনি থেকে পাওয়া ১০৫.৬ ক্যারাটের অমূল্য হিরে শোভা পায় ব্রিটিশের রানীর মুকুটে। ইংরেজদের লুট করে নিয়ে যাওয়া এই হিরে দেশে ফিরিয়ে আনার দাবি বহুবার করেছে বিজেপি। এবার এই নিয়ে ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিল বিদেশমন্ত্রক। একইসঙ্গে কোহিনূর দেশে ফেরানো নিয়ে এটাই সরকারি মন্তব্য।
রানি এলিজাবেথের মৃত্যু ফের কোহিনুর ইস্যুকে উসকে দিয়েছে। বহুদিন ধরেই লুঠ হওয়া হিরেটিকে দেশে ফেরানোর দাবি জানাচ্ছে বিজেপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘বিষয়টি (কোহিনুর) আমরা একাধিকবার ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছি। এই সমস্যার সন্তোষজনক সমাধানের পথ খুঁজছি আমরা’।
তাৎপর্যপূর্ণ ভাবে, এই প্রথম সরাসরি কোহিনুর দেশে ফেরানো নিয়ে মন্তব্য করল মোদী সরকারের বিদেশমন্ত্রক। উল্লেখ্য, ১৮৪৯ সেলে ভারত থেকে কোহিনুর হীরা ইংল্যান্ডে নিয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে রানি ভিক্টোরিয়া হিরেটিকে রাজভূষণের অংশ করে নেন তিনি। ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় তাঁর স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয় কোহিনুরকে।