হায়দ্রাবাদকে ‘ভাগ্যনগর’ বললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে যোগ দিতে এসেছিলেন। হায়দ্রাবাদে এসে প্রধানমন্ত্রী নিজামের শহরকে ‘ভাগ্যনগর’ বলে সম্মোধন করলেন। গত রবিবারে হওয়া দলীয় বৈঠক থেকে প্রধানমন্ত্রী জানালেন, ”হায়দ্রাবাদ হল ভাগ্যনগর৷ সর্দার পাটেল অখন্ড ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন৷ এখন বিজেপি’র কাজ সেই দায়িত্ব বহন করা৷”


এরপর থেকেই নতুন করে জল্পনা বৃদ্ধি পেয়েছে। মনে করা হচ্ছে, এবারে হায়দ্রাবাদের নাম পরিবর্তন করা হতে পারে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানান, ”বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসবে তখন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।” প্রসঙ্গত, তেলেঙ্গানায় আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন। সেই কারণে বিজেপি এখন থেকেই এই রাজ্যকে দখল করে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে।

রবিবারের জনসভা থেকে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ”বিজেপি চায় তেলেঙ্গানার সার্বিক উন্নয়ন৷ আমরা ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর পথ ধরেই এগোতে চাই৷ এখানকার মানুষের আমাদের প্রতি ভালোবাসার কথা মাথায় রেখেই এবছর হায়দরাবাদে আমাদের কার্যকরী সমিতির বৈঠক হল৷” এছাড়াও তিনি জানান, ”গত আট বছরে আমরা চেষ্টা করেছি, দেশের জনগণের জীবনে পরিবর্তন নিয়ে আসতে৷ ২০১৯ থেকে তেলেঙ্গানায় বিজেপির শক্তি বেড়েছে৷ মানুষই এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পথ তৈরি করে দিচ্ছে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.