প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট এর বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রি প্রকাশ জাভড়েকর প্রেস মিটিং করে ক্যাবিনেটের সিদ্ধান্ত সার্বজনীন করেন। প্রকাশ জাভড়েকর প্রেস মিটিং এর মাধ্যমে মোদী ক্যাবিনেটের তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমন্ধ্যে সবাইকে অবগত করান।
প্রথম সিদ্ধান্ত- তিন তালাক বিলকে ক্যাবিনেট মঞ্জুরি দেয়। গত ষোড়শ লোকসভা ভঙ্গ হওয়ার সাথে সাথে এই বিল বাতিল হয়ে গেছিল, কারণ এই বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভা থেকে পাশ করানো সম্ভব হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, এই বিল আবার সংসদে পেশ করা হবে। এবং বিরোধী দল গুলো এই বিল নিয়ে যেই যেই আপত্তি দেখিয়েছিল, সেগুলোর উপরেও বিচার করা হবে।
আগামি ১৭ ই জুন সংসদ আবার শুরু হবে, এবং সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনেই এই বিলকে পেশ করা হবে। আপনাদের জানিয়ে রাখি, সরকার দুই বার তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স জারি করেছে। মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ) বিল ২০১৯ অনুযায়ী, তিন তালাক দেওয়া অসাংবিধানিক এবং বেআইনি ঘোষণা করা হবে, এবং কোন মুসলিম ব্যাক্তি যদি তাঁর স্ত্রীকে তিন তালাক দেয়, তাহলে তাঁকে হাজতে পাঠানো হবে।
দ্বিতীয় সিদ্ধান্ত- জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে থাকা গ্রামবাসীদের সংরক্ষণ দেওয়া হবে। এর আগে এই সংরক্ষণ শুধু লাইন অফ কন্ট্রলের আশেপাশে থাকা গ্রামবাসীরাই পেতেন। এবার ৪৩৫ টি গ্রাম এবং সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ সরকারের এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
তৃতীয় সিদ্ধান্ত- বিশ্ববিদ্যালয় গুলোতে ২০০ পয়েন্ট রোস্টার জারি হবে, আর বিশ্ববিদ্যালয়কেই সংরক্ষণ চালু করার সমিতি নির্ধারিত করা হবে। এর জন্য বিল পেশ করা হবে। জেনারেল কাস্টের জন্য ৫০+১০% সংরক্ষণ জলদি চালু করা হবে।
এছাড়াও কেন্দ্রীয় ক্যাবিনেটের মিটিংয়ে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে আগামি ২ রা জুলাই রাষ্ট্রপতি শাসন শেষ হতে চলেছে। ক্যাবিনেটের এই নতুন নিয়ম ৩রা জুলাই থেকে শুরু হবে।