দেশে সম্পূর্ণ লকডাউনে নাগরিকদের কষ্টের জন্য ক্ষমা চাইলেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, এটা জীবনমরণের সমস্যা। তিনি বলেন, আমার বিবেক বলছে, আপনারা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আমার কিছু সিদ্ধান্তে আপনাদের প্রচুর সমস্যায় পড়তে হয়েছে। নিশ্চয়ই গরিব ভাইবোনেরা ভাবছেন, এ কেমন প্রধানমন্ত্রী যিনি আমাদের এমন একটা অবস্থায় ফেলে দিয়েছেন। এই লকডাউন আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় জন্যই। আরও অনেক দিন আপনাদের ধৈর্য ধরতে হবে। রোগের নিয়মই হল গোড়াতেই প্রতিরোধ করা। লকডাউন অমান্য করা মানে জীবন নিয়ে খেলা করা। গত সপ্তাহে মোদি করোনা সমস্যা নিয়ে ২ বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। গত রবিবার একদিনের জনতা কার্ফু এবং মঙ্গলবার ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিলেন তিনি। শনিবার তিনি পিএম-কেয়ার্স বলে একটি তহবিল গড়ার কথাও জানান। তাতে সবাইকে অর্থসাহায্যের জন্য বলেন।
2020-03-29