লালকেল্লায় ৭৫তম স্বাধীনতা দিবসের মঞ্চে গতিশক্তি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানয় তৈরি হবে। পাশাপাশি মোদী এদিন জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন চালু করা হবে। যা দেশের প্রতিটি জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। দেশে প্রচুর নতুন নতুন বিমানবন্দর চালু করা হচ্ছে। উড়ান পরিষেবা দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প লঞ্চ করব। এটি ১০০ লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত একটি প্রকল্প হবে। এই মাস্টারপ্ল্যান সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের ভিত গড়ে দেবে। আমাদের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এটি। আমাদের বিকাশের পথ আরও প্রশস্ত হবে।’
এদিন প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, ‘দেশের কোনও কোণা অনুন্নত থাকবে না। উত্তর-পূর্ব ভারত, হিমালয়ান অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উপকূল অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নতি দেখা যাচ্ছে। লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি এদিন আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ১০০ শতাংশ গ্রামাঞ্চলে রাস্তা থাকবে, ১০০ শতাংশ গৃহস্থের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। ১০০ শতাংশ মানুষ যাতে আয়ুষ্মান ভারতের লাভ পান তা নিশ্চিত করতে হবে। উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাসের সংযোগ পাবেন ১০০ শতাশ মানুষ।’ এদিন মোদী আরও বলেন, ‘ভারত ২১ শতকে নিজের স্বপ্নপূরণ করবেই। এর থেকে কেউ রুখতে পারবে না আমাদের দেশকে। ২০৪৭ সালে স্বাধীনতার ১০০তম বর্ষে যেই প্রধানমন্ত্রী হোন না কেন, উনি আজকে নেওয়া সিদ্ধান্তের সুফল দেখতে পারবেন।’