মোদীর সঙ্গে মঙ্গলবার বৈঠক নোবেলজয়ী অভিজিতের

সদ্য অর্থনীতিতে নোবেল পাওয়া অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওইদিন তাঁদের মধ্যে আধঘন্টা কথা হবে বলে জানা গিয়েছে৷

বর্তমানে রীতিমতো বেহাল দশা ভারতের অর্থনীতির৷ আর তা নিয়ে প্রায়শই সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে ৷ অন্যদিকে আবার এই অভিজিৎ বিনায়ক আগে নোটবন্দী সহ মোদী সরকারের আর্থিক নীতির সমালোচনা করছিলেন৷ যার ফলে সোমবার অভিজিৎ নোবেল পাচ্ছেন খবর জানাজানি হওয়ার পর যেখানে নানা মহল থেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক পরে তাঁকে অভিনন্দন জানান৷ আর মোদীর অভিনন্দন দেরি হওয়ায় জন্য বিরোধীরা তাঁকে সমালোচলা করতে ছাড়েননি৷

এদিকে গত লোকসভা ভোটের আগে জনগণের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে কংগ্রসে ইস্তেহারে স্থান পেয়েছিল ন্যায় প্রকল্প যা তৈরিতে এই নোবেলজয়ী অভিজিতের একটা ভূমিকা ছিল ৷ ফলে একদিকে কংগ্রেস সহ বিরোধীরা যেমন অভিজিতকে বর্তমান সরকারে বিরোধী তাদের লোক হিসেবে দাবি করতে থাকে ৷ উল্টো দিকে বিজেপি নেতাদের মুখে এই নোবেল জয়ী অর্থনীতিবিদকে নানা ভাবে সমালোচনা করতে দেখা গিয়েছে ৷ আর সেই সমালোচনা করতে গিয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণও করেছেন তাঁরা৷ আর গত লোকসভা ভোটে বিজেপি জয়ের মধ্যে দিয়ে বামমনস্ক অভিজিতের ন্যায় প্রকল্প দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা৷

কিন্তু এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে নোবেলজয়ী অভিজিত বিনায়কের বৈঠক হবে কথা জানাজানি হওয়ায় বিষয়টি অন্যমাত্রা পাচ্ছে৷ বিভিন্ন মহল আশা করছে সম্ভবত প্রধানমন্ত্রী এবার বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটা কাটাতে এই অর্থনীতিবিদের পরামর্শ নিতে পারেন৷ কারণ ইতিমধ্যেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসকে পরামর্শ দিতে যেমন ন্যায় প্রকল্প কথা তিনি বলেছিলেন তেমনই আবার বিজেপি সরকার কোনও পরামর্শ চাইলে তিনি তা দেবেন৷

এদিকে গত কাল রাতেই একেবারে অনাড়ম্বরভাবে দেশে ফিরেছেন সদ্য নোবেলজয়ী এই অর্থনীতিবিদ৷ শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি এসে পৌঁছন তিনি তিনি। যদিও দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে কোনও উন্মামদা ছিল না। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে তাঁর আত্মীয় বা অনুগামী কারও উপস্থিতিও চোখে পড়েনি। তবে জানা গিয়েছে সোমবার দিল্লিতে তাঁর লেখা ‘গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান রয়েছে৷ তাছাড়া লিভার ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল এর একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন৷ আর বুধবার অভিজিৎ বিনায়কের কলকাতায় আসার কথা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.