ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম। বুধবার গভীর রাত ১.১৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় মিজোরামে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৪.৫। মিজোরামের সীমান্ত শহর চাম্ফাই-সহ মিজোরামের বিস্তীর্ণ প্রান্তে ফের ভূকম্পন টের পাওয়া গিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার গভীর রাত ১.১৪ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মিজোরামে, চাম্ফাই থেকে মাত্র ২১ কিলোমিটার দক্ষিণে। প্রসঙ্গত, এর আগে গত রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকালেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিজোরাম।
মিজোরামের (Mizoram) পাশাপাশি এবার ভূমিকম্পে কেঁপে উঠল নাগাল্যান্ডও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত ৩.০৩ মিনিট নাগাদ ৩.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নাগাল্যান্ডে, নাগাল্যান্ডের ওরখা থেকে ৯ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে।