অলিম্পিক টিকিট জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিক্সড রিলে টিম

দোহায় অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে অবশেষে ভারতের ঝুলিতে ধরা দিল সাফল্য। দ্বিতীয় দিন ৪x৪০০মিটার মিক্সড রিলে ইভেন্টের ফাইনালে পৌঁছল ভারতীয় দল। শনিবার সেমিফাইনালের দ্বিতীয় হিটে তৃতীয় স্থানে শেষ করে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিল মিক্সড রিলে টিম।

শুধু তাই নয়। ফাইনালের ছাড়পত্র জোগাড় করার সঙ্গে সঙ্গে ২০২০ টোকিও অলিম্পিকের টিকিটও নিশ্চিত করলেন মহম্মদ আনাসরা। মহম্মদ আনাস ছাড়া ভারতের মিক্সড রিলে টিমে রয়েছেন বিসমায়া, কৃষ্ণা ম্যাথিউ ও নোয়াহ নির্মল। ৩:১৬:১৪ সেকেন্ড সময়ে সেমিফাইনালে এদিন তৃতীয়স্থানে শেষ করে ভারতীয় দল। পোল্যান্ড ও ব্রাজিলের ঠিক পরেই শেষ করে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেন আনাসরা। প্রথম হিটে বিশ্বরেকর্ড গড়ে ফাইনালে পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও প্রথম হিট থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছে জামাইকা ও বাহরিন।

মিক্সড রিলে টিমের ফাইনালে পৌঁছনোর আগে এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের জন্য ছিল একরাশ হতাশা। স্প্রিন্টার দ্যুতি চাঁদ ও এমপি জাবির দুজনেই ব্যর্থ হন তাদের নিজেদের ইভেন্টে।

মেয়েদের ১০০মিটার দৌড়ের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন এশিয়াডে রুপোর মেয়ে দ্যুতি। অন্যদিকে ৪০০মিটার হার্ডলসের সেমিফাইনাল থেকে বিদায় নিশ্চিত হয় এমপি জাবিরের। হিটে ১১.৪৮ সেকেন্ড সময়ে ফিনিশ করেন দ্যুতি। তাঁর মরশুমের ব্যক্তিগত সেরা সময় ১১.২৬ সেকেন্ড সময় থেকে যা অনেকটাই বেশি। সামগ্রিকভাবে ৩৭তম স্থানে শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে টোকিও অলিম্পিকের টিকিটও হাতছাড়া করেন দ্যুতি।

অন্যদিকে শুক্রবার ৪৯.৬২ সেকেন্ডে শেষ করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেও শনিবার সেমির লড়াইয়ে পিছিয়ে পড়েন জাবির। ৪০০মিটার হার্ডলস সেমিফাইনালের হিট ফিনিশ করতে জাবির এদিন সময় নেন ৪৯.৭১ সেকেন্ড। সেমিফাইনালে অংশগ্রহণকারী ২৪ জন প্রতিযোগীর মধ্যে ১৬তম স্থানে ফিনিশ করেন তিনি। চলতি বছরেই ৪৯.১৩ সেকেন্ডে শেষ করে ব্যক্তিগত রেকর্ড গড়েছিলেন ভারতের এই হার্ডলস রানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.