গোয়ালপোখরে বাড়িতেই ঘেরাও মন্ত্রী গোলাম রব্বানী

গোয়ালপোখরে নিজের বাড়িতেই ঘেরাও হলেন মন্ত্রী গোলাম রাব্বানী (Golam Rabbani)। রবিবার সকাল থেকেই উর্দু ভাষায় টেট পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীরা ঘেরাও করেন তাঁর বাড়ি।

প্রায় ৪৫ জন পরীক্ষার্থী তাঁর বাড়ির সামনে চাকরির দাবিতে ধরনা শুরু করেন।‌ তেমনই একজন পরীক্ষার্থী ফাইজান সামসি বলেন, “সরকারি নোটিফিকেশন মেনে আমরা পরীক্ষা দিয়েছিলাম। রাজ্য উর্দু শিক্ষকদের ৩২১টি পদ শূন্য থাকলে আমাদের সেখানে নিয়োগ করা হচ্ছে না। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিলেও সরকার আমাদের নিয়োগ পত্র দেয়নি। তাই চাকরির দাবিতে আমরা মন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসেছি।”

প্রসঙ্গত, ২০১২ ও ২০১৪ সালে দু’দফায় উর্দুভাষা টেট পরীক্ষা হয়। ২০১৬ সালে ফলাফল প্রকাশের পর ১১০ জনকে চাকরি দেওয়া হয়। তা সত্ত্বেও উর্দু ভাষায় ৩২১ জন শিক্ষকের পদ শূন্য ছিল বলে দাবি পরীক্ষার্থীদের।

সরকার পক্ষ থেকে সদুত্তর না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তারা ‌। ২০১৭ সালের ১৭ নভেম্বর হাইকোর্টের নির্দেশ দেন ৪৫ দিনের মধ্যে পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি।

বাড়ির ধরনা প্রসঙ্গে জানতে পর্যটন প্রতিমন্ত্রী গোলাম রাব্বানীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন কেটে দিয়েছেন। এ প্রসঙ্গে ফরোয়ার্ড ব্লকের চাকুলিয়া বিধায়ক ভিক্টর আলী (Victor Ali) বলেন, “নিয়োগপত্র পেতে উর্দু শিক্ষকদের হাইকোর্টে পর্যন্ত যেতে হয়েছে। হাইকোর্টও তাদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার পক্ষ তাদের নিয়োগ পত্র দেয়নি। মন্ত্রী গোলাম রাব্বানী পরীক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে তাদের নিয়োগের বিষয়ে কথা হয়েছে। কিন্তু তা সত্বেও টেট পরীক্ষার্থীর চাকরি না পেয়ে তাঁর বাড়িতে ধরনায় বসেছেন।” এই যুবক বিধায়কের আরও অভিযোগ, “উর্দুতে পরীক্ষার্থীদের থেকে চাকরির নাম করে টাকা নিয়েছেন তৃণমূলের নেতারা। গোলাম রব্বানীর মতো নেতাদের মন্ত্রিসভায় স্থান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সততার ভাবমূর্তি রক্ষা করতে পারবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.