প্রবল ঠাণ্ডায় বেসামাল রাজধানী দিল্লি। মাত্রাতিরিক্ত ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার দাপটে প্রায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে দিল্লির জনজীবন। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ায় সোমবার সকালেও ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সোমবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে তাপমাত্রা বেড়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঠাণ্ডার কামড়ের পাশাপাশি ঘন কুয়াশা দিল্লিবাসীকে নাজেহাল করে তুলছে। এদিন সকালেও কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির কৃষ্ণা মেনন মার্গ, জাহাঙ্গীরপুরী, জিটি কারনাল রোড প্রভৃতি এলাকা। কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই তলানিতে পৌঁছে যায় যে, হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। দিল্লির পাশাপাশি ঠাণ্ডায় জবুথবু উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিও। পঞ্জাব-হরিয়ানা কাঁপছে, কাঁপছে উত্তর প্রদেশও।গত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। সোমবারই তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার মুন্সিয়ারিতে। বরফের চাদরে ঢাকা পড়েছে ঘর-বাড়ি, পাহাড় ও গাছ। হিমাচল প্রদেশে আবার তুষারপাতের কারণে রবিবার রাত থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে কিন্নর থেকে কাজা পর্যন্ত ৫ নম্বর জাতীয় সড়ক। জম্মু-কাশ্মীরে আবার জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে তুষারপাতের কারণে, উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
2021-01-04