কোনো মতেই অবিবাহিত থাকা যাবেনা মুসলিম যুবক যুবতীদের , বিয়ে তাদের করতেই হবে এবং বেশি করে সন্তান জন্ম দিতে হবে যাতে সফল জেহাদ সম্ভব।
এমনই মন্তব্য করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি।
ওয়াইসির কথায় , বাবরি মসজিদ (Babri Masjid) ভাঙার বদলা হচ্ছে ভবিষ্যতে আবার রাম মন্দির ভেঙে সেই খানে মসজিদ বানানো। ইসলামে অমুসলিম যে কোনো সৌধ ধ্বংস করা আইনসিদ্ধ তাই আবার ও রাম মন্দির ভেঙে সেই খানে মসজিদ তৈরী করতে দরকার ইসলামিক সৈন্য যা তৈরী করার দায়িত্ব এই প্রজন্মের মুসলিম যুবক যুবতীদের। এদের হাত ধরেই আবার ও ভারতে আসবে ইসলামী শাসন।
তিনি বলেন হিন্দুরা সেক্যুলারিজমে বিশ্বাস করে সেটা ভালো , কিন্তু মুসলিমরা ইসলামে বিশ্বাস করে।
তাই ইসলাম শুধু রক্ষা নয় , ইসলাম প্রসারে যেগুলি করণীয় সেটা করতেই হবে মুসলিম যুবক যুবতীদের কারণ এটা তাদের পবিত্র কর্তব্যের মধ্যে পরে।
খুব স্বাভাবিক ভাবেই এই উক্তি বা এই ভাবনা চিন্তা বা দর্শন নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়ে গিয়েছে।