জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ানে (shopian) সেনার সাথে জঙ্গিদের এনকাউন্টারে হিজবুলের তিন জঙ্গি খতম হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত জঙ্গিদের মধ্যে পুলিশের চাকরি ছেড়ে পালানো এক জঙ্গিও ছিল বলে জানা যাচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশ আজকের এই এনকাউন্টারের তথ্য দেয়। পুলিশের এক আধিকারিক জানান যে, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর সেনা শোপিয়ান জেলায় ঘেরাবন্দি করে তল্লাশি অভিযান চালায়।”
পুলিশ আধিকারিক জানান, জঙ্গিদের প্রথমে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ না করে সেনার উপর গুলো চালানো শুরু করে দেয়। এরপর সেনা আর জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। সেনার এনকাউন্টারে হিজবুল মুজাহিদ্দিন (Hizb-ul-Mujahideen) এর তিন জঙ্গি খতম হয়েছে বলে জানান তিনি।
মৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম আদিল আহমেদ বলে জানা গেছে। সে এর আগে পুলিশ অফিসার ছিল। ২০১৮ সালে পুলিশের কাজ ছেড়ে বাচির তৎকালীন বিধায়ক এজাজ আহমেদ মীরের আবাস থেকে একটি ০৭ একে রাইফেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ আধিকারিক জানান, বাকি দুই জঙ্গির শনাক্তিকরণ প্রক্রিয়া চলছে।