ফের জঙ্গি হামলায় কেঁপে
উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। নিরাপত্তা
বাহিনীর ওপর অতর্কিতে হামলা
জঙ্গিদের। হামলায়
দুই জন সিআরপিএফ জওয়ান
এবং জম্মু ও কাশ্মীর
পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক জওয়ান শহিদ
হয়েছেন। সোমবার
সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর
কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান কেরারি
এলাকায়।
এদিন সকালে পাট্টানে টহলরত
সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর
পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওপর অতর্কিতে হামলা
চালায় জঙ্গিরা। হামলায়
নিহত হন দুই জন
সিআরপিএফ জওয়ান এবং একজন
স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ান। হামলা
চালানোর পর ঘটনাস্থল থেকে
চম্পট দেয় জঙ্গিরা।
ঘটনাস্থলে বাড়তি জওয়ান মোতায়েন
করা হয়েছে।গোটা
এলাকা জুড়ে চিরুনি তল্লাশি
শুরু করেছে নিরাপত্তা বাহিনী।সামরিক
পরিভাষা এই ধরনের তল্লাশি
কর্ডন অর্ডার এন্ড সার্চ
অপারেশান বলা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত
এখনো কোন জঙ্গী সংগঠন
এই হামলার দায় স্বীকার
করেনি। রবিবার
বারামুল্লার সোপোরোতে অতর্কিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।