দূর্গা পুজো ঘিরে বাংলাদেশের মন্ডপগুলোতে জঙ্গি হানার আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানে তালিবানের উত্থানের পর হিন্দু বিদ্বেষ চরম আকার ধারণ করেছে। পুজোয় সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা আছে বলেই গোয়েন্দা সূত্রে খবর।
খবরে প্রকাশ, ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল মহানগরের সব পুজোমণ্ডপের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরা বসাবার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বরিশাল নগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উৎসবের মরশুম ছাড়াও যাত্র তত্র হিন্দুরা আক্রান্ত হচ্ছে ও মূর্তি ভাঙা হচ্ছে। হেফাজতে ইসলামের মতো জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন সময়ে মূর্তিপূজার বিরোধিতাস্বরূপ মন্দির লুন্ঠন ও মূর্তি ভাঙ্গায় প্ররোচনা দিয়ে থাকে।
হিন্দুদের পুজো ও উৎসবের সময়ে আক্রমণের তীব্রতা বৃদ্ধি পায়।
সম্প্রতি কুষ্টিয়ায় দূর্গা পুজোর জন্য তৈরী মূর্তি ভেঙে ফেলে দুষ্কৃতীরা। অরুপাড়ার পূজা কমিটির সদস্যরা অস্থায়ী মণ্ডপে এসে দেখেন মূর্তি ভেঙে ফেলা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ জায়গাটি পরিদর্শনে গেলেও কাউকে গ্রেফতার করতে পারে নি। এই নিয়ে স্থানীয় হিন্দুদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ।