ছট পুজোর সময় বিদেশী জঙ্গিগোষ্ঠীর সদস্যরা প্রায় ৫০ কোটি টাকার জাল ভারতীয় টাকা বিহারের সীমাঞ্চল এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। গোয়েন্দা সূত্রে সরকারের কাছে এই তথ্য এসেছে। আরারিয়া, সুপৌল, কিসনগঞ্জ এলাকায় এই জালনোট চক্রটি সক্রিয় বলে জানা গেছে। জঙ্গিদের একটি স্লিপার সেল এই কাজের দায়িত্বে রয়েছে। নেপাল, বাংলাদেশ ও পাকিস্তান থেকে এই চক্রের মাথারা গোটা কর্মকাণ্ডটি পরিচালনা করছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।
সূত্রের খবর, এই জাল টাকা বাংলাদেশ থেকে মালদা হয়ে, সীমাঞ্চল এলাকায় আসছে। আবার সীমাঞ্চল সংলগ্ন নেপাল থেকে সীমান্ত পার হয়ে স্লিপার সেলের মাধ্যমে এই অঞ্চলে পাচার করা হচ্ছে। এই খবর পেয়ে এসএসবি, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী নড়েচড়ে বসেছে। বিশেষকরে নেপাল সীমান্তে প্রহরারত এসএসবিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এসএসবির পূর্ণিয়া রেঞ্জের ডিআইজি সঞ্জয় কুমার সারঙ্গীর মন্তব্য, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নেপালের সীমান্তবর্তী এলাকায় কঠোরভাবে নজর রাখার নির্দেশ দিয়েছে। মালদা হয়ে, ভায়া নেপাল জাল ভারতীয় টাকা জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ছটের সময় সীমাঞ্চলের বিভিন্ন এলাকায় পাচার করা হতে পারে বলে খবর এসেছে।’ তিনি জানান, পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে। ইন্দো নেপাল খোলা সীমান্তের উপর এসএসবি বিশেষভাবে নজর রাখছে বলে তিনি মন্তব্য করেন। সূত্রের খবর, আরারিয়ার একটি স্লিপার সেল জাল ভারতীয় টাকা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে জানা গেছে। আরারিয়া জেলার সিকটি ব্লকের একটি গ্রামে স্লিপার সেলের বেশ কয়েকজন যুবক সক্রিয় বলেও জানতে পেরেছে নিরাপত্তা এজেন্সিগুলো। এই সেলের সদস্যরাই নেপাল থেকে জাল ভারতীয় টাকা এনে নানাভাবে ছড়িয়ে দিচ্ছে। বিশেষ সূত্রে জানা গেছে, সম্প্রতি আরারিয়ার সিকটি ব্লকের দুইজন যুবক ৪০ হাজার জাল ভারতীয় টাকা সমেত এসএসবি-র জালে ধরা পড়ে। তাঁদের জেরা করেই এই তথ্য জানা গেছে। যদিও এনিয়ে কিশনগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস কোনও মন্তব্য পাওয়া যায়নি।