কেরালার বোটে ধর্মঘটীরা বন্দুক ঠেকালেন সরকারের নোবেল প্রাপক অতিথি মাইকেল লেভিটের কপালে, ক্ষুদ্ধ লেভিটের চিঠি

বুধবারের ধর্মঘট সর্বাত্মক ও স্বতঃস্ফূর্ত গোটা দেশ ব্যাপী | এই প্রতিক্রিয়া মোটের উপর ছিল বাম নেতাদের | খোদ কেরলের বামঘাঁটিতে ন্যাক্কারজনক ঘটনায় দেশের মাথা হেঁট গেল এক নোবেল প্রাপকের চিঠিকে কেন্দ্র করে | তিনি তার ট্রাভেল এজেন্টকে জানালেন, বিদেশিদের এভাবে আটকে রাখাটা অত্যন্ত দুঃখজনক | ভীষণ রকম ভুল বার্তা পৌঁছল তাদের কাছে | আমাকে ও আমার স্ত্রী সহ আরও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে বোটে মাথায় বন্দু ঠেকিয়ে আটকে রেখেছিল দুষ্কৃতীরা | কেরালার আলাপ্পুঝা থেকে এই অভিজ্ঞতার কতাই মেল করে তার ট্রাভেল এজেন্টকে জানালেন স্বস্ত্রীক ভারত ভ্রমণে আসা নোবেল প্রাপক মাইকেল লেভিট| মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান ফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেভিট ২০১৩সালে রসায়নে দুজনের সঙ্গে নোবেল পান |

বুধবার যখন গোটা দেশে ক্ষয়িষ্ণু বাম শক্তি তাদের জঙ্গী আন্দোলন ফিরিয়ে আনার চেষ্টা করছিল তখন মাইকেল তার স্ত্রী সহ কেরালার ব্যাক ওয়াটারে ভ্রমণের উদ্দেশ্যে বোটে চড়েছিলেন | ঘন্টা খানেক তাদেরকে মাথায় বন্দুক ঠেকিয়ে আটকে রাখা হয় বলে তিনি জানান | ইমেলটিতে মাইকেল লেখেন, আমি অনেকবার তাদেরকে বলার চেষ্টা করি যে আমরা পর্যটক | আমি কেরালা সরকারের অতিথিও |

তাই এই ধর্মঘটের থেকে আমাদের মত পর্যটকদের বাদ রাখা উচিত | কিন্তু যে সমাজবিরোধী তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল সে কোনো কথাই শুনতে প্রস্তুত ছিল না বলে মাইকেল লেখেন ই-মেলে |

মাইকেলের অভিযোগ, তার স্পর্ধা ও অবাধ্যতা দেখে আমার মনে য়েছিল সে বোধ হয় সব রকম আইনের উর্ধ্বে | এই ঘটনার পর আমি শঙ্কিত | ভারত কি তবে আইনের শাসন থেকে অন্ধকারের দিকে নিমজ্জিত | প্রশ্ন করেছেন নোবের জয়ী এই বিশেষ অতিথি |

পুরো ঘটনাটি অভিযোগ আকারে পুলিনকুন্নু থানায় দায়ের করা হয়েছে ইতিমধ্যেই | কেরালার পর্যটন মন্ত্রী এই ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন | দুষ্কৃতীকে খুঁজে অবিলম্বে তাকে আইনত শাস্তি দিতে সুপারিশ করেছেন মন্ত্রী | লেভিটের নিরাপত্তা জনিত কোন খামতি ছিল কিনা কেরল সরকার সেদিকে তদন্ত করার কথা বলেছেন | যে হাউস বোটটিতে সস্ত্রীক মাইকেল লেভিট ছিলেন সেটি কুমারাকম থেকে যাত্রা শুরু করে আর ব্লকে রাত কাটায়| সকাল হতেই ধর্মঘট শুরু হয় কেরল জুড়ে | কেরলে বাম সরকার থাকায় তার প্রত্যক্ষ প্রভাব পড়ে গোটা রাজ্যেই | সকাল সাতটায় বোট ছাড়ার কথা থাকলেও তিনটি বোটকে শেষমেশ ১২.৩০টায় ছাড়া সম্ভব হয় বলে জানায় ওই বোটের চালক |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.