সাংসদ শিশির অধিকারীকে অশালীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তাঁর কথায়, ‘উনি না পুরুষ না নারী’। এখানেই থামেননি লেখার অযোগ্য কিছু ভাষাও উগরে দেন তিনি। স্বাভাবিক ভাবেই রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে।
এর আগে কাউকে কখনও বর্ষীয়ান রাজনীতিককে এভাবে আক্রমণ করতে শোনা যায়নি। অখিল গিরির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই বিষয়ে অধিকারী পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, শিশির অধিকারী কাঁথির তৃণমূল সাংসদ।
কাঁথিতে যুব তৃণমূলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। সেখানেই শিশির অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তাঁকে রীতিমতো অশালীন কথা বলতে শোনা যায়। অখিল গিরি বলেন, ‘শিশির অধিকারী না পদত্যাগ করেন, না দলে রয়েছেন। এরা না পুরুষ, না নারী…’।
পুরভোটের দিন শিশির অধিকারী তৃণমূলে থেকেও তৃণমূলকে আক্রমণ করেছেন। অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন। তার পাল্টা হিসেবেই এদিন শিশির অধিকারীকে আক্রমণ করেন অখিল গিরি। টেনে আনেন বিধানসভা ভোটের সময় বিজেপির দলীয় সমাবেশে যোগদানের প্রসঙ্গও।