প্রকাশ্যে রামচরিতমানস পোড়াল অখিল ভারত ওবিসি মহাসভার সদস্যরা। সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্যকে সমর্থন জানাতেই এ কাজ করে তারা।
কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্য রামচরিতমানস গ্রন্থকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলেন। সেই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে। তারপরই সামনে এল এই খবর।
রামচরিতমানস গ্রন্থ পোড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রামচরিতমানসের পৃষ্ঠা ছিঁড়তে ছিঁড়তে বলছেন, এই গ্রন্থের শ্লোকে মহিলা এবং শূদ্রদের বিরুদ্ধে অবমাননাকর কথা লেখা আছে। তাই এই গ্রন্থ নিষিদ্ধ করা উচিত।
এরপরই ওবিসি মহাসভার সদস্যরা রামচরিতমানস বইতে আগুন ধরিয়ে দেন। আর সেই ভিডিও দেখেই রামভক্ত ও ধর্মপ্রাণ হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।