লাদাখে সোমবার সন্ধেয় গোলাগুলির ঘটনা ঘটেছে। নতুন করে উত্তপ্ত চিন সীমান্ত। মোদীর বাসভবনে বসছে জরুরি বৈঠক। নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক হবে সেখানে।
মঙ্গলবার ঠিক সন্ধে ৬টায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারত কোনও অবস্থাতেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করেনি। শুধু তাই নয়, কোনও গুলিও চালায়নি বলে দাবি ভারতীয় সেনার। ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বিনা প্ররোচনায় কখনই এধরনের পদক্ষেপ গ্রহণ করে না সেনাবাহিনী।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে যে, চিনের বাহিনী হঠাত করে ফরওয়ার্ড পোস্টের কাছাকাছি চলে আসে। নিজেদের ফৌজকে ফরওয়ার্ড পোস্টের কাছ থেকে সরাতে তখন শূন্যে গুলি চালায় চিনা সেনা। একই সঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি ভারতীয় সেনা।
চিনের দিক থেকে লাগাতার প্ররোচনা সত্ত্বেও ভারত সংযমী মনোভাবই দেখিয়েছে বলে দাবি দিল্লির। ইতিমধ্যে গোটা বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে। মোদীর নেতৃত্বে তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই বড়সড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে উত্তেজনার খবর আসে ভারত-চিন সীমান্ত থেকে। লাদাখের বিতর্কিত অঞ্চলে চলে ফায়ারিং। কারণ বোঝা যায়নি প্রথম দিকে। চিনের সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, ভারতীয় সেনা এলএসি পার করে গুলি চালিয়েছে। ভারতীয় সেনার উস্কানিমলক কার্যকলাপ বলেও অভিযোগ করেন চিনা সেনার মুখপাত্র।