তালিবানের হাতে ক্রমাগত অত্যাচারিত হলেও আফগানরা কিন্তু সেই ইসলামকেই বাছবে।তার কারণ তালিবানদের ও আফগানদের ধর্ম এক।
এই মতামত আর কারোর নয় , খোদ আফগান স্পেশাল ফোর্সের অফিসার বাকলাশ আহাদির।
মার্কিন সেনাবাহিনীর সাথে দীর্ঘদিন কাজ করেছেন তিনি, যদিও তালিবানের কাবুল দখলের আগেই তাঁকে আফগানিস্তান ছেড়ে পালতে হয় খুব স্বাভাবিক কারণেই।
আহাদি আরো বলেন আমেরিকানরা আফগান মেয়েদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে , শুধু শিক্ষা নয় , উচ্চ শিক্ষা দিয়েছে। এছাড়া দিয়েছে স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় , হাসপাতাল , শপিং মল , পৌরসভার পরিষেবা , বিদ্যুৎ এবং আরো কত কি।
তাঁর মতে এই আমেরিকানের হাত ধরেই আধুনিক সমাজ ও সভ্যতার সাথে পরিচয় হয় আফগানবাসীর। আহাদির আক্ষেপ তাঁর উন্নত বিশ্বের আমেরিকানদের বোঝার চেষ্টা করেনি আফগানরা। আমেরিকানরা ও হয়তো আফগানদের মানসিকতা ঠিকমতো বুঝতে পারেনি।
আফগান সংস্কৃতি অতি গোড়া ইসলামিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে , আর তাই এর সাথে আধুনিক সমাজের বা সমাজ ব্যাবস্থার কোনো সম্পর্ক নেই।
আহাদির বক্তব্য আমেরিকানরা যতই কাজ করুক না কেন , দিনের শেষে তারা কিন্তু খ্রীষ্টান তথা কাফির। আফগান মানসিকতা বলে যে অতি কষ্ট করে হলেও , সভ্যতা থেকে অনেক দূরে হলেও , মুসলিমদের অধীনে (তালিবান হলেও আপত্তি নেই ) থাকো , কিন্তু তবুও উদার মনের , শিক্ষিত , মার্জিত উন্নয়নকারী অমুসলিমদের অধীনে থেকো না।