হাইড্রক্সিক্লোরোকুইনের (Hydroxychloroquine)জন্য ভারতের(india) মুখের দিকে তাকিয়ে আছে বিশ্বের একাধিক দেশ। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে সেই ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। আমেরিকায় (america)পৌঁছে গেল সেই ওষুধ, যা করোনা আক্রান্তদের চিকিৎসায় বিশেষ সাহায্য করবে বলেন দাবি বিশেষজ্ঞদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi)কাছে অন্যান্য দেশের মতই ওচুধ দেওয়ার আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে পৌঁছে গেল সেই ওষুধ। ইতিমধ্যেই ইতালিকেও ছাপিয়ে গিয়ে সর্বাধিক মৃতের সংখ্যা আমেরিকায়। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। এই অবস্থায় ভারত থেকে পাঠানো এই ওষুধ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে। সঙ্গে ৯ মেট্রিক টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠানো হয়েছে।

আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সন্ধু ছবি প্রকাশ করে জানিয়েছেন শনিবারই নেওয়ার্ক এয়ারপোর্টে পৌঁছেছে সেই ওষুধ।

তথ্য অনুসারে মার্কিন মুলুকে নতুন করে মৃত্যু হয়েছে ১৩৮৮ জনের। যার জেরে আমেরিকায় এক ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ২০, ১৩৫। যা কিনা ইতালির থেকো বেশি। ইতালিতে বর্তমানে মৃতের সংখ্যা ১৯,৪৬৮ জন। আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ২৭১ জনের মধ্যে সেরে উঠেছেন ৩২ হাজার ৫৩৪ জন।

অন্যদিকে শনিবার সকাল অবধি মার্কিন মুলুকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ছিল প্রায় ৫ লক্ষ। বর্তমানে সংখ্যাটা ৫ লক্ষ ৬ হাজার ৮ জন।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, করোনাভাইরাস (corona virus)মহামারীজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া মার্কিন অর্থনীতি কবে আবার চালু করা হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া কঠিন।

শুধু আমেরিকা নয়, প্রাথমিকভাবে ১৩টি দেশে করোনা ভাইরাস মোকাবিলা করার ওষুধ এইচসিকিউ বা হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই তালিকাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরিন, নেপাল, ভুটান, ব্রাজিল, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, সেশলস, মরিশাস ও ডমিনিকান রিপাবলিক।

ভারতের কাছে রফতানির আবেদন জানিয়েছে একাধিক দেশ। দেশের অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখেই রফতানি করবে ভারত। দেশে পর্যাপ্ত ওষুধ রেখেই রফতানি করা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এইচসিকিউ বা হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করা হবে ১৩টি দেশে।

তবে প্রাথমিকভাবে ১৩টি দেশে রফতানি করা হলেও, আরও দুই বা তার বেশি ধাপে এইচসিকিউ বা হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর আগামী সপ্তাহগুলিতে দেশে ১ কোটি এইচসিকিউ বা হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটের প্রয়োজন হবে, আপাতত দেশে ৩.২৮ কোটি ট্যাবলেট মজুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.