দেশের সবচেয়ে বড় গাড়ি মারুতি সুজুকি বেহাল দশা৷ গুদামে জমে থাকা গাড়ির জন্য ইতিমধ্যেই দুদিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি Bharat Stage-VI চালু করার লক্ষ্যে এবার পরিকল্পনা করা হয়েছে গুদাম থেকে গাড়ি খালি করতে বড় সড় ছাড় দেওয়ার৷
মারুতি সুজুকির মার্কেটিং এবং সেলস ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব সিয়াম কনভেনশনের সময় সিএনবিসি-১৮কে জানিয়েছেন, ব্যাপক হারে উৎপাদন কমানো হচ্ছে যা খুচরো বিক্রির প্রতিফলন এবং স্বাভাবিক অবস্থাতেও তা নিয়মিত অনুশীলন করা হয়৷ খুচরো বিক্রির উপর নির্ভর করে এবং গুদামের কতটা গাড়ি থাকবে এবং গাড়ি কতটা উৎপাদন হবে এর মধ্যে একটা সামঞ্জস্য রাখাটা বিচক্ষণতার কাজ ৷
তিনি জানান, বড় ছাড় দেওয়ার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে খুচরো বিক্রি বাড়িয়ে গুদামের সঙ্গে কারখানায় উৎপাদনের মধ্যে একটা সামঞ্জস্য আনা৷ সেক্ষেত্রে জানা যাচ্ছে এই ছাড় গাড়ির মডেল এবং শহরের ভিত্তিতে আলাদা আলাদা হবে ৷ তবে এই ছাড় মডেল বিশেষে ১.৩ লক্ষ টাকাও হতে পারে ৷
এদিকে ইতিমধ্যেই জানানো হয়েছে, মারুতির গুরুগ্রাম ও মানেসর কারখানায় ৭ ও ৯ই সেপ্টেম্বর উৎপাদন বন্ধ রাখা হবে৷
বেশ কিছুদিন ধরেই অটো মোবাইলে সেক্টরে ভাঁটার টান৷ তার প্রত্যক্ষ প্রভাব এসে পড়েছে মারুতির উৎপাদনেও৷ স্টক এক্সচেঞ্জ বলছে মারুতি সুজুকির শেয়ার ২.৫ শতাংশ নিম্নগামী৷ তাই এই দুই শাখায় উৎপাদন দুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷
বিশেষজ্ঞরা জুলাই মাসে একটি সমীক্ষার মাধ্যমে জানিয়ে ছিলেন, টানা ন’মাস গাড়ির ধরে বিক্রি কমতে কমতে এখন কার্যত তলানিতে এসে ঠেকেছে। নানা অফারের পাশাপাশি দাম কমিয়েও গাড়ি বিক্রি বাড়ানো যাচ্ছে না৷
অগাষ্ট মাসেই মারুতি সুজুকি ইণ্ডিয়া নিজেদের উৎপাদন ৩৩.৯৯ শতাংশ কমিয়ে দেয়৷ এই নিয়ে সপ্তম মাসে পড়ল তাদের উৎপাদন হ্রাস৷ অগাষ্টে মারুতি ১,১১,৩৭০ টি ইউনিট তৈরি করে, যেখানে গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ১,৬৮,৭২৫ ইউনিট৷