করোনার প্রকোপে ক্লান্ত রাজধানী দিল্লি ধীরে ধীরে ছন্দে ফিরছে। কিছু কিছু বিধিনিষেধের সঙ্গে আনলক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিল্লিতে, খুলে গিয়েছে ফ্যাক্টরি, শুরু হয়েছে নির্মাণকাজ। সোমবার থেকে দিল্লিতে খুলে গেল মার্কেট ও দফতর। শুরু হয়েছে মেট্রো পরিষেবাও। করোনাকে ঠেকাতে দেড় মাসেরও বেশি সময় ধরে লকডাউন লাগু ছিল দিল্লিতে। গত ১০ মে থেকে বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
ধীরে ধীরে করোনার সংক্রমণ কমছে রাজধানীতে, কমছে মৃত্যুও। তাই ধাপে ধাপে সমস্ত কিছু উন্মুক্ত করে দিচ্ছে দিল্লি সরকার। সোমবার থেকেই দিল্লিতে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। কোভিড-বিধি মেনেই শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এদিন থেকেই জোড়-বিজোড় নীতিতে খুলে গিয়েছে মার্কেট। সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে মার্কেট। ব্যবসায়ীরা জানিয়েছেন, “কাজে ফিরে আমরা ভীষণ খুশি। সমস্ত সতর্কতা অবলম্বন করছি।” উল্লেখ্য, সিনেমা হল, থিয়েটার, বার, জিম, সেলুন, বিউটি পার্লর আপাতত খুলছে না দিল্লিতে।
2021-06-07