চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং(Manmohan Singh) । মঙ্গলবার দুপুরে এইমস (Ames) থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে, হাসপাতাল থেকে সোজা বাড়িতে যান মনমোহন সিং (Manmohan Singh)।
নতুন ওষুধের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিং (Manmohan Singh)। রবিবার রাতে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন মনমোহন সিং (Manmohan Singh)। তাই মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এইমস সূত্রের খবর, সোমবার রাতে কার্ডিও-নিউরো টাওয়ারে, প্রাইভেট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছিল মনমোহনকে।
মনমোহনের কোভিড-১৯ (Covid-19) পরীক্ষাও হয়েছে, করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছে।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। বর্তমানে তিনি রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ। গত মার্চ মাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন সিং। সে সময় চিকিৎসকরা পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেন ৮৭ বছরের ওই কংগ্রেস নেতাকে। দু’বার বাইপাস সার্জারিও হয়েছে তাঁর। প্রথম বার ১৯৯০-তে। দ্বিতীয় বার ২০০৯-এ। এ ছাড়াও ডায়াবেটিস রয়েছে তাঁর।
2020-05-12