তিনদিন ধরে নিখোঁজ সুদর্শন টিভির সাংবাদিক মনীশ কুমারের মৃতদেহ গতকাল এক পুকুর থেকে উদ্ধার করা হয়।
এক টুইট বার্তায় ওই চ্যানেলের মালিক তথা চিফ ম্যানেজিং ডিরেক্টর সুরেশ চাভাঙ্কে জানান “সুদর্শন টিভির রিপোর্টার মানুষ কুমারকে খুনের দায়ে মোহম্মদ আরশাদ আলমকে গ্রেফতার করা হয়েছে। তিন দিন আগে তাঁকে অপহরণ করা হয়। অপহরণের কেস দায়ের করা হলেও বিহার পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি, শুধু অপহৃত রিপোর্টারের মৃত্যুর জন্য অপেক্ষা করে গেছে।
মনীশ পাহাড়পুর থানার অন্তর্গত কোতোয়া পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন। তাঁর বাবা সঞ্জয় সিং হলেন একজন আর টি আই একটিভিস্ট স্থানীয় খবরের কাগজ আরেরাজ দর্শনের প্রধান সম্পাদক।
খবর অনুযায়ী, এই মাসের আট তারিখ মনীশ এক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মঠ লাহোরিয়া গ্রামে যান এবং তখন থেকেই তিনি নিরুদ্দেশ ছিলেন। তাঁকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিলো না। পরে তাঁর বাইক হরসিদ্ধি গ্রাম থেকে উদ্ধার করা হয়। এক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তিনি খুনের হুমকি পাচ্ছিলেন অনবরত।
ছেলে নিরুদ্দেশ হওয়ার পর তাঁর বাবা হরসিদ্ধি পুলিশ স্টেশনে মোহাম্মদ আরশাদ আলম সহ ১২ জনের বিরুদ্ধে ডাইরি করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয়রা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।মৃতদেহটি ছিল খন্ডিত ও আঘাতযুক্ত।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মোহম্মদ আরশাদ আলমকে আর ও একজন ব্যক্তির সাথে গ্রেফতার করা হয়।