দশম শ্রেণীর এক ছাত্রী অপহৃত হয়েছিল, শুধুমাত্র অপহরণই নয়, বিক্রি করারও চেষ্টা করা হয়েছিল, এমনই অভিযোগ উঠল সম্প্রতি। তবে জানা গেছে, শেষপর্যন্ত অপহরণকারীদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। অভিযুক্তরা ধরা পড়ে যায় পুলিশের হাতে এবং উদ্ধার হয় নাবালিকা।
ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার। অভিযোগ, এই এলাকার সদলিচক এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রী অপহৃত হয় ৪ যুবকের হাতে। পুলিশের বয়ান অনুযায়ী, অপহরকারীরা দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বিক্রি করার জন্য বিহারের নিয়ে গেছিল।
অপহরণকারীরা ইতিমধ্যে পুলিশি হেফাজতে। অপহরণকারীদের নামও ইতিমধ্যে জানা গেছে, এদের নাম হল যথাক্রমে- চিরণ পাশওয়ান, আকবর আলি, মনোজ দাস এবং গুলজার। এরা ছাত্রীটিকে অপহরণ করে বিহারের কাটিহারের আমেদাবাদ এলাকায় নিয়ে গেছিল বলে জানা গেছে। কিন্তু, হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে অবশেষে ছাত্রীটি উদ্ধার হয়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ বাহিনী কাটিহারে অভিযান চালিয়েছিল।